Nadia

Dec 04 2023, 13:56

মাছের ভেড়ির জল নিষ্কাশনের কাজ করতে গিয়ে মাটি ধসে মৃত্যু হল এক শ্রমিকের

নদীয়া:নবদ্বীপে পাইপ লাইনের কাজ করার সময় মাটিতে চাপা এক শ্রমিক , জেসিবি দিয়ে উদ্ধার করার সময় মৃত্যু । নবদ্বীপের শ্মশানঘাটের কাছে পৌরসভার মাছের ভেরির জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার জন্য পাইপ লাইন করার সময় মাটিতে চাপা পরে যায় এক শ্রমিক ।জানা যায় তার নাম গৌতম বিশ্বাস , বাড়ি ফাসিতলা চড়ায় । দীর্ঘ দিন ধরে এই লাইনের কাজ চলছিল।

আজ মাটিতে চাপা পরে যায় ঐ শ্রমিক । তাকে উদ্ধার করতে খবর দেয়া হয় দমকল বিভাগকে ।পরে জেসিবি দিয়ে উদ্ধার করতে গেলে মাথার খুলি ধরে উঠে যায় । সঙ্গে সঙ্গে সেখানে কাজ করা অন্য শ্রমিকের ছুটে এসে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত্য বলে ঘোষনা করে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে নদীয়ার নবদ্বীপে।

Nadia

Dec 04 2023, 11:24

নদীয়ার কৃষ্ণগঞ্জে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি প্রণামির বাক্সর নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা

নদীয়া:কালী মন্দিরের তারা ভেঙে চুরি ।নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে কালীমন্দিরে তালা ভেঙে চুরি । কালী মন্দিরের পাশেই রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । আরেকটি শিব মন্দিরসহ রাম সীতা মন্দির । বেশ কয়েক বছর আগে এই রাম সীতা মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের অন্নপূর্ণা মায়ের মূর্তি চুরি হয়েছিল । তারপরেই তরী ঘড়ি করে বসানো হয়েছিল মন্দির চত্বরে পুলিশ ক্যাম্প ।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোর রাতে এই কালীমন্দিরে তালা ভেঙে চুরি হয় । কালী মন্দিরের পাশে একটি বাড়িতে সিসিটিভি আছে । সেই সিসিটিভির ক্যামেরা ঘুরিয়ে দিয়ে ক্যামেরার মুখে কালো পলিথিন বেঁধে দেওয়া হয় বলে জানা গেছে । কালী মন্দিরের তালা ভেঙে চুরি হওয়ায় এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শিবনিবাস মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্যকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও এই চুরির ঘটনা নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন ।

Nadia

Dec 02 2023, 16:19

*নদীয়ার কৃষ্ণনগরে সুকান্ত সুকান্ত মজুমদারের সভার আগেই বোমা ফেটে জখম নির্মাণ শ্রমিক*


নদীয়া:কাজ কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা হওয়ার কথা আর ঠিক তার আগেই বোমা ফেটে জখম নির্মাণ শ্রমিক ।কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক নির্মাণ শ্রমিক। ওই শ্রমিকের5 নাম আলহামদু শেখ। তার বাড়ি নাকাশিপাড়া থানার মুড়াগাছা এলাকায়।

তিনি কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় একটি বাড়িতে কাজ করছিলেন। প্রস্রাব করার জন্য ওই বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত এলাকায় যান। প্রস্রাব করার সময়ে হঠাৎই ওই এলাকায় পড়ে থাকা বোমা বিস্ফোরণের ফলে তারা পায়ে গুরুতর আঘাত লাগে।

তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আরও একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। কোতোয়ালী থানার পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Nadia

Dec 01 2023, 18:40

ধারালো অস্ত্র দিয়ে যুবককে কোপ। আহত যুবকের সঙ্গে দেখা করলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়

নদীয়া:দীর্ঘদিনের পুরনো শত্রুতার জেরে বিজেপি নেতা মিহির বোস কে ধারালো অস্ত্রের কোপ ,অভিযুক্তদের ধরে গণধোলাই স্থানীয়দের। গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি ৩ জন। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যানী থানার উত্তর চাঁদামারি এলাকায়।

আহত যুবকের নাম মিহির বিশ্বাস। অভিযুক্তদের নাম আরমান ও আরবাজ তপাদার। সম্পর্কে দুই ভাই। সূত্রে খবর, মিহির বিশ্বাসের সঙ্গে আরমান তপাদারের বিবাদ দীর্ঘদিন ধরে। শুক্রবার সকালে সেই বিবাদ চরমে ওঠে। এদিন উত্তর চাঁদামারি বাজারে ছিল মিহির। সেই সময় ভাই আরবাজ তপাদারকে নিয়ে বাজারে আসে আরমান। অভিযোগ, মিহিরকে দেখেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে মিহিরের গলায় কোপ মারতে থাকে আরমান। এরপর স্থানীয়রা ছুটে এসে ধরে ফেলে আরমান ও আরবাজকে। এরপর স্থানীয়রা গনধোলাই দেয় দুজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। তিনজনকে গুরুতর অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। আহত বিজেপি কর্মীকে দেখতে হসপিটালে আছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়।

Nadia

Dec 01 2023, 14:45

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গাছে বেঁধে গণধোলাই স্থানীয়দের ,ঘটনাস্থলে ধানতলা থানার পুলিশ
নদীয়া:নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত যুবককে গাছে বেঁধে মারধর করলো উত্তেজিত গ্রামবাসী। শুক্রবার দুপুরে ঘটা এই ঘটনার জেরে শুক্রবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো ধানতলা থানার শংকরপুরে।
সূত্রের খবর, শুক্রবার সকালে ধানতলা থানার শংকরপুর এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। পরে নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নাবালিকাকে ওই যুবকের হাত থেকে উদ্ধার করে, ধরে ফেলে অভিযুক্ত যুবককেও।আর এর পরই উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে গাছে বেঁধে ব্যাপক মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ধানতলা থানার পুলিশ পৌঁছে আক্রান্ত যুবককে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা পুলিশ।

Nadia

Dec 01 2023, 14:39

নদীয়ার তেহট্টের করুইগাছিতে বাগানের মধ্যে থেকে এক যুবকের গলার নলিকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নদীয়া:তেহট্টের করুইগাছিতে বাগানের মধ্যে থেকে এক যুবকের গলার নলিকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সুমন্ত মন্ডল(২১)। বাড়ি পলাশীপাড়া সাহেবনগর এলাকায়। শুক্রবার দুপুরে মাঠে কাজ করতে যাওয়ার সময় তার দেহ দেখতে পান স্থানীয় চাষীরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিস।

Nadia

Nov 28 2023, 11:23

নদীয়ার নবদ্বীপে রাশ চলাকালীন খুন যুবক ,ঘটনা তদন্তে নবদ্বীপ থানার পুলিশ

নদীয়া:রাসের আবহে নবদ্বীপে প্রতিবেশির হাতে খুন এক যুবক । নবদ্বীপের প্রতাপনগর মহাপ্রভু কলোনীর ঘটনা ।মৃত্য ব্যাক্তির নাম গোবিন্দ দেবনাথ । মৃত্যের মায়ের অভিযোগ গতকাল রাতে দোকানে গিয়েছিলেন ঐ এলাকার বাসিন্দা গোবিন্দ দেবনাথ ।এরপর গভির রাতে খবর পায় যে ছেলে হাসপাতালে ভর্তি আছে সেখানে গিয়ে দেখতে পায় যে তার ছেলে গোবিন্দ হাসপাতালে পরে আছে এরপর ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার বলেন তার ছেলে মারা গেছে ।

কয়েকজন তাকে হাসপাতালে ভর্তি করে গেছে এই অবস্থায় । সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ।মৃত্যের স্ত্রী জানান যে রাতে ৮ টা নাগাদ দোকানে গিয়েছিলেন , এরপর আর বাড়িতে আসছেন না দেখে খোজ নিয়ে জানতে পারেন হাসপাতালে ভর্তি আছে ।

Nadia

Nov 24 2023, 19:20

আজ নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিজেপির প্রতিবাদী সভা, উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক ,দলীয় নেতৃত

নদীয়া:চাকরি চুরি, রেশন চুরি, সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে বিজেপির জনসভা এই জনসভা। প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও রয়েছেন বিধায় অসীম বিশ্বাস বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি রাজলাহেরী এবং নদিয়া জেলার দুই জেলা বিজেপি সভাপতি। এই মঞ্চ থেকেই বিরোধী দলনেতা আগামী লোকসভায় নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন।

Nadia

Nov 24 2023, 14:56

বিপুল পরিমাণে সোনার বিস্কুট উদ্ধার করল নদীয়ার ধানতলা থানার পুলিশ, এই ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্ত

নদীয়া:গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ মূল্যের বেআইনি সোনা বাজেয়াপ্ত করলো ধানতলা থানার পুলিশ। ঘটনায় তিন সোনা পাচারকারীকে গ্রেফতার করেছে ধানতলা পুলিশ।সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে ধানতলা পুলিশ খবর পায় বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে পাচার হচ্ছে সোনা।

আর এর পরই ধানতলা পুলিশ নাকা চেকিং শুরু করলে শুক্রবার ভোরে ধানতলা এলাকায় একটি গাড়ী থেকে11 টি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। যার ওজন প্রায় সাড়ে 9 কেজি ও বাজার মূল্য 6 কোটি টাকা। আর এর পরই ধানতলা পুলিশ গাড়ির চালক ও গাড়িতে থাকা দুই আরোহী কে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ধৃত তিন জনের বাড়িই কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।

Nadia

Nov 24 2023, 14:39

দীর্ঘ পূজার ছুটি কাটালেও রেস কাটেনি শিক্ষকদের, সর্বক্ষণ মোবাইলে ব্যস্ত থাকার কারণে দুই শিক্ষককে আটকে বিদ্যালয়ের দরজায় তালা মেরে বিক্ষোভ অভিভাব

নদীয়া:পড়াশোনা শেখানোয় মন নেই শিক্ষিকাদের, খুলে এসে মোবাইলে শুধু ফেসবুক করার অভিযোগ। দুর্গা পুজো কালীপুজো জগদ্ধাত্রী লম্বা পুজোর ছুটি কাটিয়ে ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে এলেও পড়াশোনা শেখাতে মন নেই শিক্ষক শিক্ষিকাদের। তাদের বিরুদ্ধে অভিযোগ সর্বক্ষণ তারা ব্যস্ত থাকেন মোবাইলে গেম খেলতে সেলফি তুলতে, এর আগেও এভাবেই প্রতিবাদ জানিয়েছিলেন তারা কিন্তু তাতেও কাজ না হওয়ায় আজ সিদ্ধান্ত নিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে ওই বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সহ অপর দুইশিক্ষককে স্থানান্তরিত করার সিদ্ধান্ত অভিভাবকদের না জানাচ্ছেন।

ঘটনাটি নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদনগর গ্রামে। সেখানে আছে সুবিশাল মিড ডে মিলের রান্নাঘর, পড়াশোনা করানোর জন্য যা চকচকে শ্রেণিকক্ষ, সু বিশাল খেলার মাঠ, উন্নত শৌচাগার, কিন্তু নেই পড়াশোনা।

অভিভাবকদের অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে ক্রমশই ছাত্রসংখ্যা কমছে চলে যাচ্ছে পার্শ্ববর্তী বিদ্যালয়গুলিতে কারণ এখানে মিড ডে মিলের খাবার মেনু চাট অনুযায়ী দেওয়া হয় না প্রতিদিন ডাল এবং ভাত। অন্যদিকে শিক্ষকদের ঘরে ফ্যান চললেও ছাত্র-ছাত্রীদের জন্য থাকে বন্ধ। একই ঘরে সমস্ত বাচ্চা দের নিয়ে ক্লাস করানো হয়। কেউ আসেন সকাল ১১ টা কেউবা দুপুর ১২ টায়। এইরকমই নানা অভিযোগ অভিভাবকদের।

ধৈর্যচ্যুতি হয়ে আজ এই চরম সিদ্ধান্ত নিতে অভিভাবকরা বাধ্য হয়েছেন। তারাই এসআই অফিসে ফোন করে জানিয়েছেন এর বিহিত না হওয়া পর্যন্ত ওই দুই শিক্ষক আটক থাকবেন ঘরেই। অন্যদিকে আজ অনুপস্থিত থাকা প্রধান শিক্ষিকাকে অবিলম্বে বিদ্যালয়ে এসে অভিভাবকদের সামনে তাদের অভিযোগ শুনতে হবে।

এ বিষয়ে শিক্ষকরা জানান , তারাও এসআই অফিসে জানিয়েছেন, প্রধান শিক্ষিকা আজ ছুটিতে রয়েছেন, তারা যে ব্যবস্থা নেবে তারই প্রতীক্ষায় রয়েছেন।